শাকিব ভক্তদের উৎসর্গ করে হিরো আলম গাইলেন ‘দুষ্টু কোকিল’

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৪, ১৮:২৬
অ- অ+

টিকটক, লাইকি কিংবা ফেসবুক— সব মাধ্যমেই গত কয়েকদিন ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী জুটির ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি।

এবার জনপ্রিয় এই গানটি গাইলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। শুক্রবার বিকালে নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন তিনি।

এ প্রসঙ্গে হিরো আলম ঢাকা টাইমসকে বলেন, গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি বেশ ভাইরাল। গানটি নিয়ে অনেকেই টিকটক, লাইকি ভিডিও বানাচ্ছে। কিন্তু গানটির মূল অংশে শুধু মেয়ে কণ্ঠ থাকায় ছেলেদের টিকটক বানাতে অসুবিধা হচ্ছিলো। এ কারণে অনেকেই আমাকে এই গানটি আমার কণ্ঠে গাওয়ার জন্য অনুরোধ করেছিল। সে কারণে গানটি গেয়েছি।’

হিরো আলম আরও বলেন, ‘শাকিব ভাইয়ের এই গানটি নিয়ে ভারত-বাংলাদেশ মেতে আছে। আমার কাছেও ভালো লেগেছে। আমি এই গানটি সকল শাকিব ভক্তদের উৎসর্গ করেছি। অরিজিনাল গানের গুরুত্বপূর্ণ অংশে ছেলে কণ্ঠ থাকার কারণে যারা ভিডিও বানাতে পারছিল না, তারা আমার গানটি নিয়ে ভিডিও বানাতে পারবে।’

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পায় শাকিব-মিমির ‘দুষ্টু কোকিল’ গানটি। এতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা এবং আকাশ সেন। গানের কথা এবং সুর দিয়েছেন আকাশ।

(ঢাকাটাইমস/২১জুন/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা