জামালপুরে শিক্ষার্থীদের সঙ্গে আ.লীগ-পুলিশের সংঘর্ষ, আহত ১০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে বিক্ষোভ মিছিল চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার দুপুর তিনটার দিকে মিছিলটি শহরের নতুন হাইস্কুল মোড়ে আসলে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সকাল সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস মোড় থেকে একত্রিত হয়ে মিছিল নিয়ে মির্জা আজম চত্বরে দুই ঘণ্টা অবস্থান নিয়েছিল। পরবর্তীতে পুলিশের বাধা উপেক্ষা করে জেলা শহরের ভিতরে ঢুকে পড়ে হাইস্কুল মোড়ে পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি মিছিলও সেখানে আসে। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সোহেল মাহমুদ বলেন, 'আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। পুলিশের বাধা ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীরা শহরের ভিতরে ঢুকে পড়েছে।
উল্লেখ্য, ছাত্র আন্দোলনের মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকও অংশ নিতে দেখা গেছে।
ঢাকাটাইমস/০৩আগস্ট/পিএস