বাউফলে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় তাল গাছ থেকে পড়ে মো. সোহান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
নিহত সোহান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আনোয়ার জমাদ্দারের ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোহান টাকার বিনিময়ে মানুষের গাছ থেকে তাল ও নারকেল পাড়ার পেশায় ছিলেন। সোমবার দুপুরে ওই ওয়ার্ডের মাওলানা আশরাফ আলীর মাদ্রাসা সংলগ্ন একটি তাল গাছে তাল পাড়তে ওঠেন। এ সময় অসাবধানাতা বশত গাছ থেকে পড়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নুরজাহান বলেন, মস্তিকে অতিরিক্ত রক্তক্ষণের জন্য তার মৃত্যু হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।(ঢাকা টাইমস/১২মে/এসএ)

মন্তব্য করুন