অপ্রীতিকর ঘটনা এড়াতে শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের মানবঢাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ২০:৪০

সরকার পতনের এক দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা।

শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, এমনকি রিকশাচালক সবার অংশগ্রহণে শনিবার বিকালে লোকারণ্য হয়েছিল শহীদ মিনার প্রাঙ্গন। এই সমাবেশের আশেপাশে এদিন পুলিশের অবস্থান দেখা যায়নি।

সমাবেশ থেকে ফেরার পথে বিক্ষোভকারীদের একটি অংশ শহীদ মিনার থেকে টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আরেকটি অংশ শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে এগোতে থাকেন। মিছিলটি শাহবাগ থানার সামনে পৌঁছালে বিক্ষোভকারীদের কেউ কেউ সেখানে থাকা পুলিশকে লক্ষ্য করে পানির বোতল ছোড়েন। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের একাংশ হাতে হাত রেখে শাহবাগ থানার সামনে মানবঢাল তৈরি করে পুলিশের ওপর যেকোনো ধরনের আক্রমণ ঠেকান।

এদিন সন্ধ্যা ৭টার দিকে দেখা যায় থানার প্রধান ফটক বন্ধ করে ভেতর বেশ কয়েকজন পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়। অন্যদিকে অর্ধশতাধিক শিক্ষার্থী হাতে হাত রেখে লাইন ধরে শাহবাগ থানা প্রতিরক্ষায় দাঁড়িয়ে যান এবং অন্যদের সেখানে জড়ো হতে বিরত করেন।

থানার সামনে মানবঢালে অংশ নেওয়া এক শিক্ষার্থী ঢাকা টাইমসকে বলেন, ‘পুলিশ আমাদের বুকে গুলি চালায়, কিন্তু আমরা বুক পেতে দাঁড়িয়ে আছি সেই পুলিশকেই নিরাপত্তা দেওয়ার জন্য। পুলিশ বুঝুক, তাদের ভেতর মনুষত্ব ফিরে আসুক। আমরা চাই যে তাদের বিবেক জাগ্রত হোক। আমাদের এই আন্দোলনে তারা ভূমিকা রাখুক।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘থানার ভেতরে যারা আছে, তারা আমাদের মতো কারও ভাই, কারও বাবা। পুলিশ আমাদের উপর যে আচারণ করেছে, তাতে তাদের উপর রাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা শান্তি চাই, সংঘাত চাই না। এজন্য আমরা তাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সবাইকে প্রটেক্ট করতে হয়।’

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এলএম/এমআই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ভারত আগের মতোই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে: প্রণয় ভার্মা

ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই: অর্থ উপদেষ্টা

বিসিএসের শূন্যপদে যোগ্য প্রার্থীদের নি‌য়োগ দা‌বি নন-ক্যাডারদের

গণঅভ্যুত্থানে শহীদদের সম্মানে স্মরণসভা ১৪ সেপ্টেম্বর: নাহিদ ইসলাম

পুলিশ সংস্কারে শিগগির কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ মুজিবের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল

সীমান্ত হত্যা ভারতের সঙ্গে সম্পর্কের অন্তরায়: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা এসেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার হবে: চিফ প্রসিকিউটর

শিল্পকলা একাডেমির নতুন ডিজি সৈয়দ জামিল আহমেদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :