ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি মেহেদী ও আ.লীগ নেতা আয়নাল গ্রেপ্তার
অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ।
মঙ্গলবার রাতে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী ডিএমপির আদাবর থানা এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নাল জিএমপি বাসন থানায় রুজুকৃত দুটি পৃথক হত্যা মামলার এজারনামীয় আসামি।
(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এলএম/এসআইএস)