শ্রীপুরে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:১১| আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:২৪
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার রাতে শ্রীপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মাওনার চৌরাস্তা নবী হোসেনের একটি ভবনের তৃতীয় তলা থেকে এই মদ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নবী হোসেন ওই এলাকায় মদের ব্যবসা করে আসছিলেন। তার এই তৃতীয় তলা ভবনে মাদকদ্রব্য রেখে উপজেলার বিভিন্ন জায়গায় বিক্রি করতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে পুলিশের একটি দল নবী হোসেনের তৃতীয় তলা ভবনে অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করে। তবে অভিযানকালে নবী হোসেন বা অন্য কেউ গ্রেপ্তার হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, মাওনা চৌরাস্তার একটি বহুতল ভবন তৃতীয় তলা থেকে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/১৯জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে আজ
ঢালিউডের ‘মহানায়ক’ মান্নাকে হারানোর ১৭ বছর
মানুষের কিছু ভুলে বাড়ছে অগ্ন্যাশয়ের ক্যানসার! জানুন, সাবধান হোন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পাঁচ গাড়ির সংঘর্ষ, আহত ২০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা