সাভারে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৫, ১৪:৩৭
অ- অ+

সাভারের আশুলিয়ায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শুক্রবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এ সময় তারা আশুলিয়ার পল্লীবিদ্যুৎ স মিল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ করে কবরস্থান রোড এলাকায় গিয়ে শেষ করেন। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় তারা বলেন, আমরা ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন ভাইয়ের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হামলার সাথে জড়িত আওয়ামী দোসর আব্দুল হালিম বাবু ওরফে হৃদয় দয়ালকে অতিবিলম্বে দল থেকে বহিষ্কার এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য তামিম ইকবাল, এনামুল হক মনি ও আবুল কালাম আজাদ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আরিফ প্রমুখ।

উল্লেখ্য গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দেয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবকদলের দুই গ্রুপের মারামারি ঘটনা ঘটে। এসময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হালিম বাবু ওরফে হৃদয় দয়ালের বিরুদ্ধে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন ও সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব দেলোয়ার হোসেন মাতবরকে মারধরের অভিযোগ উঠে।

(ঢাকা টাইমস/২৮মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা