ঈদের আগের দিন বাড়ল স্বর্ণের দাম

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ জুন ২০২৫, ১৩:৫৭
অ- অ+

ঈদের আগের দিন দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। ২২ ক্যারেটের স্বর্ণ ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। শুক্রবার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা।

স্বর্ণের নতুন এই দাম শুক্রবার থেকেই কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ৩৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস, যেখানে দাম বেড়েছে ২৫ বার, আর কমেছে ১২ বার।

(ঢাকা টাইমস/০৬জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা