ভক্তদের জন্য ভাইজানের ঈদের শুভেচ্ছা বার্তা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৫, ১৬:৪৩
অ- অ+

বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র ঈদ উল আজহা। এই উৎসব ঘিরে সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়েছে অনাবিল আনন্দ। দেশ-বিদেশের শোবিজ অঙ্গনও মেতে উঠেছে ঈদের আমেজে; ভক্তদের মাঝে শুভেচ্ছা জানিয়ে আনন্দ ভাগ করে নিয়েছেন বলিউড-দক্ষিণী তারকারাও।

ভারতের বলিউড ইন্ডাস্ট্রিতে ঈদ নিয়ে প্রায় প্রতিবারই থাকে বিশেষ আয়োজন। মূলত বি-টাউনের 'খান'রা ঈদ উদযাপনে থাকেন এগিয়ে। শাহরুখ খান, সালমান খান, আমির খান, সাইফ আলি খানসহ বহু তারকা ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন ভক্তদের সঙ্গে। তবে এবার পিছিয়ে থাকেননি সালমান খান; ভক্তদের কোরবানির ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের ভাইজান। শনিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সালমান ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসের সঙ্গে ভাইজান তার একটি ছবিও প্রকাশ করেছেন। এ অভিনেতা পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তার অনুরাগীরাও ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ তাকে পরবর্তী সিনেমার খবর জানতে চেয়েছেন, আবার কেউ লিখেছেন- ‘আপনি আমাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছেন।

তবে ছবিতে সালমান খানের চেহারাও নজর কেড়েছে ভক্তদের। এর আগে সালমান খানকে ভারী গোঁফসহ দেখা গেছে। জল্পনা ওঠে, সালমান খানকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবং এই ছবির জন্য তিনি এই গোঁফ লুক নিয়েছেন। কিন্তু সালমান খানের নতুন লুক দেখে সেই জল্পনা খানিকটা ঘুচে গেল।

(ঢাকাটাইমস/০৮জুন/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা