ভ্যাপসা গরম ও বৃষ্টি নিয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৫, ১৬:৫৭| আপডেট : ০৮ জুন ২০২৫, ১৭:০৮
অ- অ+

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ভ্যাপসা গরম ও তাপপ্রবাহ চলছে। আগামী কয়েকদিন গরমের দাপট অব্যাহত থাকবে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে— আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকালে আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে গরমের দাপট অব্যাহত থাকবে। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর ফলে দেশের অধিকাংশ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকলেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন সারাদেশের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

তাছাড়া মঙ্গলবার দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাবে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের একাধিক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এর আগে শনিবার কোরবানির ঈদের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। রবিবার দেশের কোথাও সামান্য বৃষ্টি হলেও ঢাকায় ভ্যাপসা গরম অনূভূত হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘাটাইলে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের বেনাপোল শাখা
মঙ্গলবার বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা
জুলাই ঘোষণাপত্র জনগণের অধিকার: বাংলাদেশ ন্যাপ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা