নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে প্রস্তুত হতে হবে: ক্রীড়া উপদেষ্টা
নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ পানাউল্লাহ আহমেদ হল ও অডিটোরিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি। এ বাংলাদেশে আমরা তরুণরা দায়িত্ব নিয়েছি। এ বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে তরুণদের একটা বড় অংশ গ্রহণ এবং নেতৃত্বে ছিল। শিক্ষকরাও অংশ গ্রহণ করেছেন। তার মধ্যদিয়েই ফ্যাসিবাদকে দূর করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পাচ্ছি। তবে এ স্বপ্ন ২ বছর, ৩ বছর কিংবা ৫ বছরে বাস্তবায়ন করতে পারব না।’
তিনি আরও বলেন, ‘এ স্বপ্ন বাস্তবায়নের জন্য এই প্রজন্মকেই প্রস্তুত হতে হবে এবং আপনাদেরকেও নতুন বাংলাদেশ গড়তে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত করতে হবে। আমি আশা করব, আপনারা সঠিকভাবে নিজেদের পড়াশোনাসহ আর্থিক উন্নয়নের মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত করবেন।’ ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘তরুণরা যেন ভবিষ্যৎ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব নিতে পারে। বিভিন্ন সেক্টরের নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে সেই অংশ গ্রহণটা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। আমি চেষ্টা করবো কলেজ ক্যাম্পাসে এসে আপনাদের সাথে কথা বলতে।’ এছাড়া কলেজের দাবিগুলো বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের চেষ্টা করার ঘোষণা দেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কলেজ মাঠে ছাত্র শিক্ষকদের সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুণ অর রশিদ।
এ সময় জেলা প্রশাসক হাসিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ইকবাল বিন মতিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ/ইএস)
মন্তব্য করুন