ফরাসী সংসদে ম্যাক্রোঁর জয়জয়কার

ফ্রান্সে ইমানুয়েল ম্যাক্রোঁ প্রেসিডেন্ট নির্বাচিত হবার মাত্র কয়েক সপ্তাহ পর তার রাজনৈতিক দল সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
ফরাসী সংসদ নির্বাচনের প্রায় সব ভোট গণনা হবার পর দেখা যাচ্ছে ৫৭৭ টি আসনের মধ্যে ৩০০ টিরও বেশি আসন পেতে যাচ্ছে ম্যাক্রোঁর দল ও তাদের মিত্ররা। তবে ধারণা করা হচ্ছিল লা রিপাবলিক এন মার্শ আরো বেশি আসন পাবে।
যদিও দলটি গঠন হয়েছে মাত্র এক বছর আগে এবং দলের অধিকাংশ প্রার্থীরই রাজনৈতিক কোন অভিজ্ঞতা নেই। এই জয়ের ফলে মূলধারার দলগুলো অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে। এর ফলে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার ইইউপন্থী এবং ব্যবসাবন্ধব নীতি বাস্তবায়নের কর্তৃত্ব পেলেন।
সংসদ নির্বাচনের দ্বিতীয় ধাপটিতে অবশ্য ভোট প্রদানের হার ছিল ৪২ শতাংশ। গত নির্বাচনের তুলনায় যা অনেকটা কম। ম্যাক্রঁর বিরোধীরা ভোট দিতে আগ্রহী ছিল না। বিরোধী রক্ষণশীল দল এবং তাদের মিত্ররা হয়তো ১২৫-১৩১ টি আসন পেতে পারে। তবে বিদায়ী সংসদে বিরোধীদের আকার ছিল প্রায় ২০০ টি আসনের।
গত ৫ বছর ক্ষমতায় থাকা সমাজতন্ত্রীরা এই নির্বাচনে মাত্র ৪১-৪৯ টি আসন পেতে পারে, যা দলটির ইতিহাসে সর্বনিম্ন। উগ্র ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট পাচ্ছে আটটি আসন, তবে তাদের প্রত্যাশা ছিল ১৫ টি আসন জয়ের।
এদিকে বিজয়ী লা রিপাবলিকান এন মার্শের প্রার্থীদের প্রায় অর্ধেকই রাজনীতিতে সম্পূর্ণ নতুন মুখ। তাদের মধ্যে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত ষাঁড়ের লড়াইয়ের খেলোয়াড়, রুয়ান্ডার একজন শরণার্থী এবং একজন গণিতবিদ। দলটির প্রার্থীদের মধ্যে ৫০ শতাংশই নারী।
(ঢাকাটাইমস/১৭জুন/জেএস)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

ডিআর কঙ্গোতে বিদ্রোহীদের হামলা, ২২ কৃষক নিহত

ইরানের ভারী পানির ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা দেবে যু্ক্তরাষ্ট্র

‘ব্রিটেনের কাছে বন্দি হয়ে থাকতে পারে না স্কটল্যান্ড’

নাগরিকত্ব আইন: দিল্লিতে শিক্ষার্থীদের রাতভর বিক্ষোভ

পুলিশকে রান্না করে খাওয়ালেন বিক্ষোভকারীরা!

ভারতে গণহত্যার প্রস্তুতি চলছে : গ্রেগরি স্ট্যানটন

পশ্চিমবঙ্গের অশান্ত ৬টি জেলায় ইন্টারনেট সেবা বন্ধ

চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানীসহ সৃজনশীলদের নাগরিকত্ব দেবে সৌদি

নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৬
