বগুড়ায় অমৎস্যজীবীদের বিল লিজ দেয়ায় মানববন্ধন

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৯, ২০:১১

বগুড়ায় একটি বিল লিজ দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মৎসজীবীরা। বুধবার দুপুরে বগুড়া গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের নিজকাঁকড়া গ্রামে নিজকাঁকড়া বিলের পাড়ে এই কর্মসূচি পালিত হয়।

এসময় মৎসজীবীরা অভিযোগ করেন, ‘দুই শত বছর যাবত কয়েক পুরুষ এই নিজকাঁকড়া বিলে মাছ ধরে তাদের জীবিীকা নির্বাহ করে আসছে। কিন্তু গত মার্চ মাসে অমৎসজীবীদের কাছে এই বিল লিজ দেয় সরকার।’

যার প্রকৃত দাবিদার তারা, অথচ তাদের দাবি না মেনে প্রভাবশালীদের দখলে যাওয়ায় তারা কর্মহীন হয়ে পড়বে বলে জানান। তারা আরও জানান, এই বিল থেকে মাছ ধরে সন্তানদের লেখাপড়াসহ তাদের ভরণ-পোষণ করা হয়। তাদের এই বিল না হলে তাদের না খেয়ে থাকতে হবে। তারা অবিলম্বে এই বিল ফেরত দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তাদের এই বিল ফিরে না দিলে এই বিলে বিষপানে আত্মহত্যার হুমকি দেন অনেকে।

মানববন্ধনে নিজকাঁকড়া মৎসজীবী সমিতির সভাপতি নির্মল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে পাঁচ শতাধিক মৎসজীবী পরিবার ও এলাকাবাসীর অংশগ্রহণে কাঁকড়া বিল পাড়ে উপস্থিত হয়। পরে এক বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন নিজকাঁকড়া মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক রতন চন্দ্র কবিরাজ, জয়নাব ম-ল, সনাতন প্রামানিক, রমেল চন্দ্র, হর চন্দ্র ম-ল, মনি›ন্দ্র চন্দ্র দাস, নিখিল চন্দ্র, বিধান চন্দ্র, বাবলু চন্দ্র, সন্তোস চন্দ্র, রতন চন্দ্র, পরিমল চন্দ্র, মোগলা চন্দ্র প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফরিদপুর জেলা বাস মালিক সমিতির নতুন কমিটির শপথ

সিলেটে ২ কোটি টাকার ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দ

মির্জাপুরে ব্যারিস্টার সীমান্ত চেয়ারম্যান, বাকি দুই পদে জিতলেন যারা

চোরাই পথে লক্ষ্মীপুরে ঢুকছে ভারতের নিম্নমানের চিনি

বোয়ালমারীতে টানা চতুর্থবার উপজেলা চেয়ারম্যান হলেন মুশা মিয়া

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

ভালুকা উপজেলায় চেয়ারম্যান রফিক, বাকি দুই পদে বিজয়ী যারা

শরীয়তপুরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত অন্তঃসত্ত্বা নারী

দিনাজপুরের তিন উপজেলায় হাফিজুর, মিল্টন ও ফাহিম চেয়ারম্যান নির্বাচিত

বগুড়ায় নির্বাচনে দা‌য়ি‌ত্ব পাল‌নকালে পুলিশ কনস্টেবলের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :