বড় জয়ে বিশ্বকাপে শুভ সূচনা ভারতের
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিয়েছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে রোহিত শর্মার দল। আইরিশদের দেওয়া ৯৭ রানের লক্ষ ভারত ১২ ওভার ২ বলেই ৮ উইকেট হাতে রেখেই টপকে যায়।
বুধবার (৫ জুন) নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের বোলারদের বোলিং তোপে মাত্র ল্রান্আ৯৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার অর্ধশতক ও রিশভ পান্তের অপরাজিত ৩৬ রানে ভর করে ১২ ওভার ২ বলেই ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
সহজ লক্ষ তাড়া করার ম্যাচে ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। প্রথম দুই ওভারেই তারা সংগ্রহ করেন ২২ রান। কিন্তু পরের ওভারেই ঘটে ছন্দপতন। মার্ক আডায়ার বলে বেন হোয়াইটের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান বিরাট কোহলি। তার বিদায়ে ২২ রানে প্রথম উইকেট হারায় ভারত।
বিরাট কোহলির বিদায়ের পর রিশভ পান্তের সঙ্গে জুটি বাধেন রোহিত শর্মা। আইরিশদের বিপক্ষে আজ তিনি মাত্র ৩৬ বলেই তুলে নেন অর্ধশতক। যার মধ্যে রয়েছে ৪টি চারের মার ও ৩টি ছয়ের মার। তবে অর্ধশতক তুলে নেওয়ার পর আর বেশি সময় ক্রিজে থাকেননি তিনি। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান সাজঘরে।
রোহিত শর্মা রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে গেলে ক্রিজে আসেন সূর্যকুমার যাদব। তাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের কাছকাছি নিয়ে যান রিশভ পান্ত। তবে দলীয় ৯১ রানে সূর্যকুমার যাদবের বিদায়ে ১৫ ভেঙে যায় এই জুটি। সূর্যকুমার যাদবের বিদায়ের পর শিভম দুবেকে নিয়ে জয় নিয়ে মাঠে ছাড়েন রিশভ পান্ত। মেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ২৬ বলে ৩৬ রান করে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের বোলারদের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে আইরিশ ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আয়ারল্যান্ড মাত্র ৫০ রানেই হারায় ৮ উইকেট। ৫০ রানে ৮ উইকেট হারানোর পর জুটি গড়েন জশ লিটল ও বেন হোয়াইট। তাদের ২৭ রান ও দশম উইকেটে বেন হোয়াইট ও গ্যারেথ ডেলানির ১১ বলে ১৯ রানে ভর করে ১৬ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান করতে সক্ষম হয় আইরিশরা।
(ঢাকাটাইমস/০৫জুন/এনবিডব্লিউ)