কুমিল্লার তিন উপজেলা পরিষদে দুটিতে নতুন মুখ

কুমিল্লার নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম ও হোমনা তিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই উপজেলায় নতুন মুখ নির্বাচিত হয়েছেন। আরেক উপজেলায় পুরোনোতেই ভরসা রেখেছেন ভোটাররা।
বুধবার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বরুড়ার বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নাজমুল হাসান বাছির ভূঁইয়া দোয়াত কলম প্রতীক নিয়ে ৪৭ হাজার ৯৫ ভোট পেয়ে প্রথমবার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মাজহারুল ইসলাম কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ১১২ ভোট।
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে মো. রহমত উল্লাহ বাবুল আনারস প্রতীক নিয়ে ১ লাখ ২৪ হাজার ৮৯৪ ভোট পেয়ে প্রথমবার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম গোলাম ফারুক দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৯৭৭ ভোট।
অন্যদিকে, হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম আনারস প্রতীক নিয়ে ৪০ হাজার ২৭৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম সিদ্দিকুর রহমান আবুল মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ২৩০ ভোট।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লার তিন উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। শুরুতে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেন। তবে সারাদিনে চার উপজেলার কোনোটিতেই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
(ঢাকাটাইমস/০৬জুন/এজে)

মন্তব্য করুন