স্টোইনিস-ওয়ার্নারের জোড়া অর্ধশতকে বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২৪, ০৮:২০| আপডেট : ০৬ জুন ২০২৪, ১০:২৫
অ- অ+

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। যেখানে টস হেরে ব্যাটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টোইনিসের জোড়া অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করেছে অজিরা।

বৃহস্পতিবার (৬ জুন) বার্বাডোজের ব্রিজটাউনে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওমান অধিনায়ক আকিব ইলিয়াস। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ৩ উইকেট হারালেও দুই অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টোইনিসের জোড়া অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

অজিদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। তবে এই দুই অজি ব্যাটার নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন। দলীয় ১৯ রানে ট্রাভিস হেডের বিদায়ে ভেঙে যায় এই জুটি। ১০ বলে ১২ রান করা ট্রাভিস বিলাল খানের বলে খালিদ কাইলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ১৯ রানেই প্রথম উইকেট হারায় অজিরা।

১৯ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান মেহরান খান। মেহরান খানের বলে লং অনে শোয়াইব খানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ২১ বলে ১৪ রান করা মিচেল মার্শ। তার বিদায়ে ভাঙে ৩১ রানের জুটি।

মিচেল মার্শের বিদায়ের পরের বলেই প্যাভিলিনে ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল। মেহরান খানের বলে আকিব ইলিয়াসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তার বিদায়ে ৫০ রানেই ৩ উইকেট হারিয়ে বসে অজিরা।

৫০ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড় দলকে টেনে তুলেন ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টোইনিস। এই জুটিতে ভর করে ১৪ ওভার ৫ বলেই দলীয় শতক পূর্ণ করে অস্ট্রেলিয়া। এরপরেই জোড়া অর্ধশতক তুলে নেন এই দুই অজি ব্যাটার। স্টোইনিস ২৭ বলে আর ওয়ার্নার ৪৬ বলে তুলে নেন অর্ধশতক।

এই দুই ব্যাটারের কল্যাণে বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল অজিরা। অবশেষে এই জুটিকে থামান কলিমুউল্লাহ। কলিমুউল্লাহর বলে লং অফে শোয়াইব খানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ডেভিড ওয়ার্নার। আউট হওয়ার আগে করেন ৫১ বলে ৫৬ রান। তার বিদায়ে ভাঙে ১০২ রানের জুটি।

তার বিদায়ের পর টিম ডেভিডের সঙ্গে জুটি গড়েন মার্কাস স্টোইনিস। পঞ্চম উইকেটে তাদের ১২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করেছে অজিরা। ৩৬ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টোইনিস।

(ঢাকাটাইমস/০৬ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বাণিজ্য বাধা কমিয়ে আনতে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্র উপদেষ্টার
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা