সুনামগঞ্জ সদরে চপল, শান্তিগঞ্জে অভি, মধ্যনগরে রাজ্জাক চেয়ারম্যান নির্বাচিত

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ জুন ২০২৪, ০০:০৯

সুনামগঞ্জ সদরে চপল, শান্তিগঞ্জে অভি ও মধ্যনগর উপজেলায় রাজ্জাক চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ তাদের বিজয়ী ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর উপজেলায় সাইকেল প্রতীকে ৩৬ হাজার ৩১১ ভোট পেয়ে খায়রুল হুদা চপল বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২৫ হাজার ৪৭০ ভোট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মৌসুমি মান্নান রাতে এই ফলাফল ঘোষণা করেছেন।

শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ৪০ হাজার ৯৮৭ ভোট পেয়ে সাদাত মান্নান অভি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবুল কালাম। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ১৯ হাজার ৫৫০ ভোট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুকান্ত শাহা রাতে এই ফলাফল ঘোষণা করেন।

মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ১২ হাজার ৮৫৩ ভোট পেয়ে মো. আব্দুর রাজ্জাক ভুঁইয়া নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. সাঈদুর রহমান। কাপ পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ৯ হাজার ৯১৬ ভোট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অতীশ দর্শী চাকমা রাতে এই ফলাফল ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/০৫জুন/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :