ওমানকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা অস্ট্রেলিয়ার
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে নামিবিয়ার কাছে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ৩৯ রানে হারলো ওমান। অন্যদিকে প্রথম ম্যাচে ওমানকে হারিয়ে আসরে সুভ সূচনা করলো অজিরা।
বৃহস্পতিবার (৬ জুন) বার্বাডোজের ব্রিজটাউনে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে অজি বোলারদের বোলিং তোপে মাত্র ৫৭ রানেই ৬ উইকেট হারিয়ে বসে ওমান। সপ্তম উইকেটে মেহরান খান ও আয়ান খানের ৩২ রান ও অষ্টম উইকেটে মেহরান খান ও শাকিল আহমেদের ২৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে সক্ষম হয় ওমান। যার ফলে অস্ট্রেলিয়া তুলে নেয় ৩৯ রানের জয়।
ওমানরে হয়ে আজ ওপেনিংয়ে নামেন কাশ্যাপ প্রজাপতি ও প্রতিক আথাভালে। তবে ইনিংসের প্রথম ওভারেই ভেঙে যায় এই জুটি। মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান প্রতিক আথাভালে। শূন্য রানেই সাজঘরে ফিরে যান তিনি।। তার বিদায়ে ৬ রানেই প্রথম উইকেট হারায় ওমান।
৬ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন কাশ্যাপ প্রজাপতি ও আকিব ইলিয়াস। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি নাথান এলিস। নাথান এলিসের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান কাশ্যাপ প্রজাপতি। আউট হওয়ার আগে করেন ১৬ বলে ৭ রান। তার বিদায়ে ভাঙে ১৭ রানের জুটি।
কাশ্যাপ প্রজাপতির বিদায়ের পর একে একে সাজঘরে ফিরে যান আকিব ইলিয়াস ও জিশান মাকসুদ। আকিব ইলিয়াস ১৮ বলে ১৮ রান ও জিশান মাকসুদ ৭ বলে ১ রান করে পথ ধরেন প্যাভিলিয়নের। এই দুই ব্যাটারের বিদায়ে ৩৪ রানেই ৪ উইকেট হারিযে বিপদে পড়ে ওমান।
৩৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া ওমান দলের হার ধরার চেষ্টা করেন খালিদ কাইল ও আয়ান খান। তবে তারাও ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে। দলীয় ৫৬ রানে খালিদ কাইলের বিদায়ে ২২ রানেই ভেঙে যায় এই জুটি। ১২ বলে ৮ রান করা খালিদ কাইল মিচেল স্টার্কের বলে ডিপ পয়েন্টে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি।
খালিদ কাইলের বিদায়ের পরের ওভারেই সাজঘরে ফিরে যান শোয়াইব খান। অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে শূন্য রান করেই সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৫৭ রানেই ৬ উইকেট হারিয়ে বসে ওমান।
৫৭ রানে ৬ উইকেট হারানোর পর জুটি গড়েন ওমানের দুই ব্যাটার মেহরান খান ও আয়ান খান। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ওমান। তবে দলীয় ৮৯ রানে আয়ান খানের বিদায়ে ৩২ রানে ভেঙে যায় জুটি।
আয়ান খানের বিদায়ের পর শাকিল আহমেদকে নিয়ে জুটি গড়েন মেহরান খান। এই জুটি থেকে ২৮ রান। এই জুটি ভাঙার পর নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে সক্ষম হয় ওমান। যার ফলে অস্ট্রেলিয়া তুলে নেয় ৩৯ রানের জয়। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ৩ উইকেট হারালেও দুই অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টোইনিসের জোড়া অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করেছ অস্ট্রেলিয়া।
(ঢাকাটাইমস/০৬ জুন/এনবিডব্লিউ)