গাড়ি বেচে পেট চালাচ্ছেন এই অভিনেতা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৯ মে ২০২০, ০৯:২৯
অ- অ+

লকডাউনে আর্থিক সমস্যায় পড়েছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ মানস শাহ। পেট চালাতে বিক্রি করেছেন নিজের গাড়ি। এমনকী ভাড়া বাড়িও ছেড়ে দিয়েছেন। মানসের কথায়, ‘এই লকডাউনে পরিচিত মুখ দিয়ে কিছুই হবে না। তার আগে আমাদের বাঁচতে হবে। পেট চালানোর জন্য অর্থের প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘এরকম চ্যালেঞ্জিং সময় আমি কোনোদিন দেখিনি। ভীষণ রকম অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাকে। বাঁচার জন্য গাড়ি বিক্রি করতে হয়েছে। আমার ভাড়া বাড়িও ছাড়তে হয়েছে। এখন ভাইয়ের সঙ্গে লোখাণ্ডওয়ালাতে রয়েছি।’

বেশ কিছুদিন ধরে কোনো উপার্জন নেই মানসের । ‘হামারি বাহু সিল্ক’ নামের একটি ধারাবাহিক থেকে তার অনেক পেমেন্ট বাকি রয়েছে। মানসের কথায়, ‘গত বছরের ২ মে থেকে শ্যুটিং শুরু করেছিলাম। ৫ নভেম্বর শেষ হয় শ্যুটিং। আমাদের শুধুমাত্র মে’র টাকা দেয়া হয়েছে। সেপ্টেম্বরে যে টাকাটা পাওয়ার কথা ছিল, সেটা আমরা অক্টোবরে পাই। তারপর থেকে একটা টাকাও পাইনি।’

মানস বলেন, ‘খুব খারাপ অবস্থা। শুধু আমার জন্য নয়, যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন প্রত্যেকের জন্য এটা খারাপ সময়। আমরা পুরোনো পেমেন্ট পাইনি। নতুন কোনো কাজ হাতে নেই। জানিনা আসবে কিনা। অজানা ভবিষ্যতের দিকে চলেছে ইন্ডাস্ট্রি।

ঢাকাটাইমস/২৯মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা