মৃত রিপাবলিকান ভোট দিয়েছেন ডেমোক্র্যাটে!

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২০, ০৯:০৩| আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০৯:১৭
অ- অ+

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিতর্কের শেষ নেই। এসব বিতর্কের বেশিরভাগই সামনে আসছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের বদৌলতে। এবারের ভোটে মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছেন এমন অভিযোগ আগেই উঠেছিল। তবে কয়েক বছর আগে মৃত্যু হওয়া এক রিপাবলিকানের এবছর ডেমোক্র্যাটে ভোট দেয়ার নতুন তথ্য সামনে এসেছে।

ভোটের ফল নিয়ে এরই মধ্যে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে ট্রাম্প শিবির। এবার মৃত রিপাবলিকান কবর থেকে উঠে এসে ডেমোক্র্যাটে ভোট দিয়েছেন বলে অভিযোগ করেছেন ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি।

বাইডেনকে বিজয়ী হিসেবে গণমাধ্যমগুলো তুলে ধরার পর রুডি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, এক রিপাবলিকানের পাঁচ বছর আগে মৃত্যু হয়েছে। তিনি এবার ডেমোক্র্যাটে ভোট দিয়েছেন। কবর থেকে উঠে এসে তিনি কি দল পালটেছেন।

তিনি বলেন, ফিলাডেলফিয়াতে অনেক মৃত বাসিন্দা এবার ভোট দিয়েছেন। এর মধ্যে অভিনেতা উইল স্মিথের মৃত পিতার নামেও ভোট দেয়া হয়েছে।

এছাড়া ট্রাম্পের মতোই ভোট কারচুপি, মেইল ইন ভোটে গড়মিল, পর্যবেক্ষকদের না দেখিয়ে ভোট গণনা এবং ডেমোক্র্যাটদের হয়ে নির্বাচন সংশ্লিষ্টরা কাজ করেছেন বলেও অভিযোগ তোলেন তিনি।

ঢাকা টাইমস/০৮নভেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপাল ট্রাম্প, ড. ইউনূসকে চিঠিতে যে বার্তা দিলেন
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা