ফরিদপুর পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত

ফরিদপুর পৌরসভার নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ১০ ডিসেম্বর এই নির্বাচন হওয়ার কথা ছিল।
বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
পৌরসভার বর্ধিত এলাকার ভোটার মো. আতিয়ার রহমান গত ১৫ নভেম্বর এই ভোট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে বুধবার আদালত ভোটে স্থগিতাদেশ দিলেন।
এর আগে গত ৩ নভেম্বর নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. মোসাদ্দেক বিল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।
আইনজীবী রুহুল কুদ্দস কাজল বলেন, একটি পৌরসভাকে সিটি করপোরেশন করতে যা যা করা দরকার প্রশাসন তার সবই করেছে। এমনকি গত বছরের ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ১১৬তম সভার প্রধান আলোচ্যসূচি ছিল ফরিদপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠা। ওই সভায় বিদ্যমান ফরিদপুর পৌরসভা এবং সম্প্রসারিত এলাকা নিয়ে ফরিদপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন ফরিদপুর পৌরসভা নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে। এজন্য এই ভোট স্থগিত চেয়ে রিট করা হয়।
(ঢাকাটাইমস/২৫নভেম্বর/জেবি)
সংবাদটি শেয়ার করুন
আদালত বিভাগের সর্বাধিক পঠিত
আদালত এর সর্বশেষ

সোনার বার ছিনতাইয়ে গ্রেপ্তার পাঁচজন রিমান্ডে

পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার ঘোষণা চেয়ে রিট

কুষ্টিয়ার পুলিশ সুপারকে হাইকোর্টে তলব

খালেদার নাইকো দুর্নীতি মামলায় চার্জশুনানি ফের পেছাল

সাঈদ খোকনের মানহানি মামলা খারিজ

রিফাত হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত তিন আসামি

ইউনাইটেড হাসপাতালে আগুনে মৃত্যু: ক্ষতিপূরণের আদেশ স্থগিত

কাকরাইলে মা-ছেলে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

এরশাদকে অব্যাহতি দিয়ে মেজর মঞ্জুর হত্যা মামলার চার্জশিট
