মানিকগঞ্জে অর্থ আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২০, ২২:৫২

মানিকগঞ্জের সাটুরিয়ায় অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়েছেন সাজ্জাদুর রহমান খান নামে এক ইউপি চেয়ারম্যান প্রার্থী। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে সাটুরিয়া থানা পুলিশ। এর আগে বুধবার (৯ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সাজ্জাদুর রহমান খান উপজেলার বরাইদ ইউয়িনের মৃত আব্দুল ওহাবের ছেলে। তিনি সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। আসন্ন ইউপি নির্বাচনে তিনি বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

পুলিশ জানায়, বিগত ২০০৭ সালে ঢাকার তেজগাঁও এলাকায় জনৈক এক নারীর জমি সংক্রান্ত বিষয়ে প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা আত্মসাত করে হাতিয়ে নেয় সাজ্জাদুর। পরে ভুক্তভোগী ব্যবসায়ী ঢাকার আদালতে অর্থ আত্মসাতসহ প্রতারণার মামলা করেন। ওই মামলায় ওয়ারেন্ট হলে বুধবার রাতে সাটুরিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম জানান, অর্থ আত্মসাতের মাধ্যমে প্রতারণার মামলায় ওয়ারেন্ট হলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :