পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৫, ০৮:৩৯| আপডেট : ০৭ জুন ২০২৫, ০৮:৫৬
অ- অ+

পবিত্র ঈদুল আজহার নামাজের পর মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় রাজধানীজুড়ে শুরু হয়েছে পশু কোরবানি। সকাল সাতটায় ঈদের প্রথম জামাতের পর পরই শুরু হয় কোরবানি। সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। আবহাওয়া অনুকুলে থাকায় পশু কাটার কাজ ব্যাহৃত হচ্ছে না।

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ফার্মগেট, ইস্কাটন ঘুরে দেখা গেছে, বাসা বাড়ির সামনে ও গ্যারেজে কিংবা ফাঁকা জায়গায় কোরবানি হিসেবে গরু-ছাগল জবাই করা হয়েছে। কসাইরা সেসব কেটে প্রস্তুত করছেন। গরু, খাসির পাশাপাশি মহিষও কোরবানি করতে দেখা গেছে।

ঢাকা উদ্যানে পশু কোরবানি দিচ্ছেন মনির হোসেন। ঢাকা টাইমসকে তিনি বলেন, সকাল সাতটায় ঈদের জামাত শুরু হয়ে সাড়ে সাতটার দিকে শেষ হয়েছে। এরপর গরু জবাই করা হয়। এরইমধ্যে পশু জবাই করে চামড়া ছাড়ানো শুরু হয়েছে। এরপরই শুরু হবে কাটাকাটি।' তবে কোরবানির পশুর চমড়ার দাম কেমন হবে তা নিয়ে শঙ্কা রয়েছে তার।

জানা গেছে, কেউ কেউ ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও পশু কোরবানি করেন। অনেকে কসাই না পাওয়ায় প্রথমদিন পশু কোরবানি করতে পারেন না। আবার রীতি অনুযায়ীও অনেকে তা দ্বিতীয়দিনে পশু কোরবানি দেন।

এদিকে ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে দ্রুত পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত করা হয়েছে লোকবল। বিভিন্ন মোড়ে মোড়ে ছোট্ট ছোট্ট ভ্যান, কোদালসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তর উৎসব ঈদুল আজহা। ঈদ উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে টানা নয়দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এবছর নাড়ির টানে ঘরে মানুষকে সড়কে নাজেহাল হতে হয়েছে। ঘন্টারপর ঘন্টা বসে থেকে তারা গৌন্তব্যে পৌঁছেছেন।

(ঢাকাটাইমস/০৭জুন/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা