বয়স ৪০ পেরিয়েছে, এখনো পুরুষের ঘুম কাড়েন বলিউডের যে পাঁচ সুন্দরী

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২২, ১১:৪৯
অ- অ+

বয়স ৪০ পেরোলে বয়সটাকে ঘুরিয়ে নেওয়াও যায়! আক্ষরিক অর্থেই কি সে পথেই হাঁটছেন বলিউডের পাঁচ নায়িকা? লোকে বলে, ৩০ পেরোলেই নাকি সৌন্দর্যে ভাটার টান। সে তত্ত্বকে তুড়ি মেরে উড়িয়ে ৪০ পার করেও এমন চোখধাঁধানো সুন্দরী।

আজও যে কত পুরুষের রাতের ঘুম কাড়েন পঞ্চকন্যা! চলুন তবে চিনে নিই সেই পাঁচ সুন্দরীকে-

কারিনা কাপুর: এই অভিনেত্রী এসে দাঁড়ালেই লাস্যের বান ডাকে। টানটান শরীরে, উপচে পড়া যৌবনে, খোলামেলা সাজে এখনও কারিনা মানেই পারদ-চড়ানো উষ্ণতা!

ঐশ্বরিয়া রাই: সৌন্দর্যে সারা বিশ্বকে টেক্কা দিয়েছিলেন। সেও প্রায় তিন দশক হতে চলল! মধ্য চল্লিশেও রাই-সুন্দরীর ধারেকাছে ঘেঁষে কে! এখনও অনেকের কাছেই সৌন্দর্যের সংজ্ঞা মানেই ঐশ্বরিয়া!

সুস্মিতা সেন: উনিশ বছরে রূপের জৌলুসে তাক লাগিয়ে দিয়েছিলেন সারা পৃথিবীকে। চল্লিশ পেরিয়েও বয়স তাতে ছাপ রাখল কই! দত্তক কন্যারা বড় হয়ে গেল। ছেচল্লিশেও যেন সেই উনিশেই আটকে আছেন সুস্মিতা!

টাব্বু: সৌন্দর্যের সঙ্গে বুদ্ধিমত্তার মিশেল বরাবরই পুরুষের প্রিয়। তাতেই মোহময়ী অভিনেত্রী টাব্বু। বরাবরই। পঞ্চাশ ছুঁইছুঁই বয়সেও এতটুকু টাল খায়নি সেই আকর্ষণ! যদিও এখনো সংসার পাতেননি অভিনেত্রী। কেন? সেই উত্তর অজানা।

মালাইকা অরোরা: সেই নব্বইয়ের দশকে ঝড় তুলেছিল তাঁর ‘ছাঁইয়া ছাঁইয়া’। সেই শুরু। নির্মেদ কোমর, টানটান ত্বকের জেল্লায় আজও দোলা লাগে পুরুষ হৃদয়ে। বয়সে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের পাশেও কেমন অনায়াসে মানিয়ে যান ‘তন্বী’ মালাইকা!

(ঢাকাটাইমস/২৯ মে/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান
বিমানবন্দরে পেটের ভেতর ইয়াবা বহনকালে মাদক কারবারি গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন কোনোটা ঠিকমত করতে পারবে কিনা সংশয়: মঞ্জু
বিজয়নগর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা