৯৯৯ এ ফোন, প্রাণে বাঁচল আট জেলে

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:২৩

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে ডুবে যাওয়া নৌকার আট জেলেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে বরিশালের হিজলা উপজেলায় যাওয়ার পথে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আবদুল্ল্যাহ চরে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। পরে ভুক্তভোগী এক জেলে ৯৯৯ এ ফোন দিয়ে সহায়তা চান।

উদ্ধার জেলেরা হলেন- বরিশালের হিজলা উপজেলার কাকুড়িয়া এলাকার বাসিন্দা ইসমাইল মাঝি, ইব্রাহিম, সাইফুল ফরাজী, সাদ্দাম, রাব্বি, আব্দুল, নুরুল ইসলাম ও শুক্কুর।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় আটজন জেলে ছিল। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেওয়া হয়। ফোন পেয়ে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফেরদৌস আহম্মেদ জেলেদের উদ্ধার করেন।

এ বিষয়ে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফেরদৌস আহম্মেদ বলেন, ডুবে যাওয়া নৌকাটির আটজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে পুলিশের পক্ষ থেকে জেলেদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :