মাদারীপুরে আ.লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৪

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুনির চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. রহিমা খাতুনের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে তিনি বিজয়ের পথে রয়েছেন। এছাড়াও সংরক্ষিত নারী আসনে ৮ জন ও সাধারণ সদস্য পদে ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ১৬ জন এবং সংরক্ষিত পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়া আ’লীগ মনোনীত প্রার্থী বিজয়ের পথে রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনই তাকে বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না।

তিনি আরো জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ সেপ্টেম্বর। মনোয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৪২ জন। এ সময় প্রার্থীদের মধ্যে উৎফুল্লা-উদ্দীপনা দেখা গেছে। অনেকের সঙ্গেই নির্ধারিত লোকের চেয়ে বেশি কর্মী-সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :