নারায়ণগঞ্জ বিএনপির সম্মেলন, পুলিশের নিরাপত্তা জোরদার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৭ জুন ২০২৩, ১৩:১০ | প্রকাশিত : ১৭ জুন ২০২৩, ১৩:০৩

দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন। সম্মেলনকে ঘিরে কঠোর নিরাপত্তা নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা জোরদার করতে পুলিশের ৩টি নিরাপত্তা চৌকি বসাতে দেখা গেছে। এতে ৬০ জন পুলিশ মোতায়েন রয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ সম্মেলন শুরু হয়।

পুলিশ জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকা ঘনবসতিপূর্ণ, তাই দুই প্রবেশপথে দুটি নিরাপত্তা চৌকি এবং সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ অফিসের সামনে একটি নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

এদিকে সম্মেলন ঘিরে সকাল থেকে হাজারো হাজার নেতাকর্মী সম্মেলন স্থলে আসতে শুরু করেন।

বিএনপি দলীয় সূত্রে জানা যায়, দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন জেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।

এছাড়া জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় আরও উপস্থিত থাকবেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নানসহ প্রমুখ।

জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন জানান, সম্মেলনের সব আয়োজন শেষ। সুশৃঙ্খলভাবেই আমরা আমাদের সম্মেলন করবো। সম্মেলনে কোন বিশৃংখলার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ফরিদপুরে স্বেচ্ছাশ্রমে কুমার নদে পরিচ্ছন্নতা অভিযান

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সম্মেলন ঘিরে নয়, বিশেষ প্রয়োজনে এ নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে আমরা সজাগ রয়েছি।

(ঢাকাটাইমস/১৭জুন/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :