নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৩, ২১:১৮

ঝালকাঠির সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে জেলার নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশাল বাকেরগঞ্জ উপজেলার শাকবুনিয়া এলাকার হেমায়েত মোল্লার ছেলে শফিকুল ইসলাম শিমুল(৩০) ও মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বি (২৮)।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে দুই জেলেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :