মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব গ্রেপ্তার 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২০:০৮ | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৫

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ১০ নেতাকর্মীকে পাঁচ হাজার টাকা ও অনাদায়ে ৩ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার সাতানি এলাকায় ডামি নির্বাচন বর্জনে লিফলেট বিতরণকালে উপ-পরিদর্শক উজ্জল সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেছেন এবং ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড প্রদান করেন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনি কাজে বাধা প্রদানের জন্য ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড প্রদান করেছেন আর আজহারুল হকের বিরুদ্ধে পূর্বে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আজহারুল হক শাহিনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

(ঢাকা টাইমস/২৭ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :