ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন এক মা।
বুধবার সন্ধ্যায় উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্যামলী খাতুন (৪৩) ওই গ্রামের আনিছুর রহমানের স্ত্রী।
এ ঘটনায় ঘাতক ছেলে রতন মিয়াকে (২২) আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মাদক সেবনের টাকার জন্য প্রায়ই মা-বাবাকে চাপ প্রয়োগ করত রতন। বুধবার সন্ধ্যার দিকে মা শ্যামলী খাতুনের কাছে বেশ কিছু টাকা দাবি করে ছেলে রতন। কিন্তু মা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় রতন ক্ষুব্ধ হয়ে কাঠের লাঠি দিয়ে তার মাকে এলোপাতাড়ি মারধর করে। এতে শ্যামলী খাতুন রক্তাক্ত জখম হয়। পরে প্রতিবেশীরা শ্যামলী খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় ঘাতক রতন মিয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৪মার্চ/প্রতিনিধি/পিএস)