দিনাজপুরে ১৩ শিক্ষার্থী আটক
দিনাজপুরে ৯ দফা দাবিতে আন্দোলনে অংশ নেওয়া ১৩ শিক্ষার্থীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতয়ালি থানা পুলিশ।
বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর বড় ময়দান কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে তাদের আটক করা হয়।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ও দিনাজপুর সরকারি কলেজসহ কয়েকটি কলেজের ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়। তারা প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধন শুরু করলে পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় কয়েকজন ছাত্রী গ্রেপ্তার এড়াতে চাইলেও পুলিশ তাদের ধাওয়া করে আটক করেছে। এক পর্যায়ে ১৩ শিক্ষার্থীকে পুলিশ আটক করে। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. ফরিদ হোসেন ১৩ শিক্ষার্থী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মুজিবুর, লিয়াকত, সোহেল, খোকন ও বাবুলসহ বেশ কয়েকজন জানান, সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে শহীদ মিনারের সামনে সমবেত হয়েছে। কিন্তু, তারা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে গোয়েন্দা পুলিশ ও ডিবি পুলিশ তাদের ঘেরাও করে ধরে নিয়ে গেছে।
ঢাকাটাইমস/৩১জুলাই/পিএস