উৎকণ্ঠায় সাধারণ মানুষ, কারফিউর মধ্যেও মোড়ে মোড়ে ভিড়, পত্রিকায় চোখ
দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। ঢাকার বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয়েছে সাঁজোয়া যানসহ সেনাবাহিনী। রাস্তায় গণমানুষের উপস্থিতি নেই বললেই চলে। চলমান এই পরিস্থিতিতে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিনাতিপাত করছে সাধারণ মানুষ। এরমধ্যেই বিভিন্ন মোড়ে মানুষের জটলা দেখা গেছ। চায়ের দোকানে দেখা গেছে ভিন্ন চিত্র।
দ্বিতীয় বারের মতো অনির্দিষ্টকালের কারফিউ জারির প্রথম দিন সোমবার সকালে রাস্তায় জড়ো হয়ে পত্রিকা পড়ার হিড়িক লক্ষ্য করা গেছে। দেশের খবর জানতে তারা চোখ রাখছেন জাতীয় দৈনিকের পৃষ্ঠাগুলোতে। কেউ মনে মনে পড়ছেন। আবার কেউ জোরে জোরে পত্রিকা পড়ে অন্যদের শোনাচ্ছেন। জোরে পড়ার কারণে নিরক্ষর, পড়তে না পারা মানুষ জমায়েত হচ্ছেন তার পাশে। পত্রিকার খবর শুনতে মুহূর্তেই ভিড় বেড়ে যাচ্ছে সেখানে।
এদিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায় দেখা গেছে, এফএম রেডিওতে চালিয়ে দেশের সর্বশেষ পরিস্থিতি জানতে গভীর মনোযোগ দিয়ে খবর শুনছেন উদ্বিগ্ন সাধারণ মানুষ। সাধারণ ছুটি থাকায় এদিন রাস্তায় কর্মজীবীদের চাপ একেবারেই নেই। এদিকে চলমান সহিংসতা ও কারফিউয়ের কারণে বিপাকে পড়েছে নিম্নবিত্তের মানুষ। বিশেষ করে খেটে খাওয়া, দিনমজুর ও চাদোকানিরা অলস সময় পার করছেন। কাজবিহীন তাই বিভিন্ন জায়গা বসে তারা নিজেদের মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় সময় কাটাচ্ছেন। নানা সংকটের মধ্যেও দেশের খবর থেকে দূরে নেই তারা।
(ঢাকাটাইমস/০৫আগস্ট/এএইচ/এফএ)