বৃষ্টি হলেই স্কুল মাঠে হাঁটুপানি, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল পলশিয়া রানী দিনমনী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। অল্প বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ পানি জমে মাঠে। পানি নিষ্কাশনের পরিকল্পতি কোনো ব্যবস্থা না করায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় দীর্ঘদিনের জলাবদ্ধতা। ফলে সব ধরনের খেলাধুলা ও শরীর চর্চা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়টির খেলার মাঠে থৈই থৈই করছে পানি, সৃষ্টি হয়েছে দীর্ঘ জলাবদ্ধতা। মাঠটিতে বিভিন্ন ময়লা-আবর্জনায় সয়লাব। মাঠের চারপাশে গড়ে ওঠেছে বিভিন্ন দোকানপাট। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা খেলাধুলা করতে পারছেন না। এছাড়াও শুক্রবার ও মঙ্গলবার হাট বসে এই খেলার মাঠে।
এদিকে একই অবস্থা নিকরাইল শমশের ফকির ডিগ্রি কলেজের মাঠটিও। সেখানেও অল্প বৃষ্টিতে জমে পানি। শিক্ষক ও শিক্ষার্থীরা চলাচলে পড়েন দুর্ভোগ ও ভোগান্তিতে।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই খেলার মাঠটি জলাবদ্ধতা হয়। পানি অপসারণে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয় না। ফলে শিক্ষার্থী ও এলাকাবাসী খেলাধুলা থেকে বঞ্চিত হয়। এছাড়া সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার গরু-ছাগলসহ বিভিন্ন ধরনের হাট বসে। এতে করে ময়লায় সয়লাব হয়ে যায় মাঠটি। বর্তমানে মাঠটি খেলার অনুপযোগী।
শিক্ষার্থী শাকিব মণ্ডল, সুজন রহমান, আমিনুল ইসলাম ও নাজমুল বলেন, বিদ্যালয়ের এটি একটি বড় খেলার মাঠ। আমরা ছাত্ররা ছাড়াও নিকরাইল, নলুয়া, কয়েড়া, গোহালিয়াবাড়ী, সরাতৈল, গোলাবাড়ী এলাকাসহ আরও বেশ কয়েকটি এলাকার ক্রীড়াপ্রেমীরা খেলাধুলা করে থাকে। কিন্তু মাঠটিতে পানি থাকায় এখন এসব কার্যক্রম থেকে বঞ্চিত হতে হচ্ছে। কর্তৃপক্ষের কাছে দাবি, যেন দ্রুত খেলাধুলার উপযোগী করে তোলা হয়।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিফাত মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা শুধু ভিডিও ও ছবি তোলেন, আমাদের সমস্যার সমাধান তো হয় না। সামান্য বৃষ্টি হলে হাটের পানি এসে বিদ্যালয়ের খেলার মাঠে হাঁটু পর্যন্ত জমা হয়ে যায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এ কারণে আমাদের চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা খেলাধুলা করতে পারি না, ভোগান্তিতে আছি।
এ বিষয়ে নিকরাইল পলশিয়া রানী দিনমনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, মাঠের পানি অপসারণের জন্য ড্রেন পরিষ্কার করা হয়েছে। দ্রুত পানি নেমে যাবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ জানান, বিষয়টি জানলাম। মাঠের পানি অপসারণে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হবে।
(ঢাকা টাইমস/০৬আগস্ট/এসএ)