পদত্যাগ করলেন চবির দুই উপ-উপাচার্য 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৮:১১

পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরি (প্রশাসন) ও অধ্যাপক বেণু কুমার দে (শিক্ষা)।

সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পদত্যাগপত্র জমা দেন তারা।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রেশন জনাব কে. এম. নুর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী চলতি বছরের ৬ মার্চ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপ- উপাচার্য (প্রশাসন) পদে কর্মরত ছিলেন। অপরদিকে উপ- উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে ২০২১ সালের ৬ মে থেকে উপ- উপাচার্য (একাডেমিক) পদে কর্মরত ছিলেন।

এর আগে পদত্যাগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চবি) অধ্যাপক ড. আবু তাহের। সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন উপাচার্য আবু তাহের। শিক্ষার্থীদের আল্টিমেটাম এবং অবাঞ্ছিত ঘোষণার পর তিনি পদত্যাগ করেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়- অন্যতম প্রধান ভূমিকা রেখেছিলেন চবির শিক্ষার্থীরা। কিন্তু, শেখ হাসিনা সরকারের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আন্দোলনকারীদের উপর চরম নিপীড়ন চালায়। এসময় উপাচার্য তার ভূমিকার জন্য প্রশ্নবিদ্ধ হন। এরপর থেকে শিক্ষার্থীরা প্রশাসনের পদত্যাগের জন্য আন্দোলনে নামেন।

পর্যায়ক্রমে প্রক্টোরিয়াল বডি থেকে শুরু করে হল প্রভোস্ট এবং উপচার্য ও দুই উপচার্য পদত্যাগ করেন।

(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :