ভারী বৃষ্টিতে তলিয়েছে সাতক্ষীরা শহর, সোমবার থামবে বৃষ্টি 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৩

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরা শহরের নিচু এলাকা। থেমে থেমে হচ্ছে ভারী বৃষ্টি, সেই সঙ্গে বইছে ঝড়ো হাওয়া।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত সাতক্ষীরায় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বৃষ্টিপাত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, শহরের ইটাগাছা, কামালনগর, মধুমোল্লারডাঙ্গী, বকচরা, রইচপুর, কুকরালী রাজারবাগ, বদ্দীপুর কলোনি, মধ্য কাটিয়া, বাকাল, সুলতানপুর, মুনজিতপুর, কলেজ মোড়সহ বিভিন্ন এলাকায় গোড়ালি থেকে হাঁটুসমান পানিতে রাস্তা তলিয়ে গেছে।

বৃষ্টিতে এই জলাবদ্ধতার কারণে বিরক্ত মানুষ। সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার শিক্ষার্থী অর্পণ বসু বলেন, ‘জলাবদ্ধতা সমস্যা নিরসনের দাবিতে মানববন্ধন করেছি, কিন্তু কোনো ফল আমরা পাইনি। কয়েক দিন আগে কিছু পানি কমেছিল, বৃষ্টির কারণে সব আবার ডুবে গেছে। ড্রেন করেছিল পানি খালে গিয়ে পড়বে বলে, কিন্তু শহরের পানি সব আমাদের এদিকে আসে। বাড়ি থেকে বের হতে পারছি না। রান্নাবান্নাও করতে পারছে না, চুলায় পানি।’

একই এলাকার বাসিন্দা ইয়াসিন আরাফাত জানান, নালাগুলো বদ্ধ হওয়ায় পানি নিষ্কাশিত হয়নি। বৃষ্টির পানি নালা উপচে সড়কে উঠে গেছে। ব্যক্তিগত কাজে বের হওয়ার কথা থাকলেও রাস্তা তলিয়ে যাওয়ায় সম্ভব হয়নি।

জলবদ্ধতার কারণে মানুষ দিন দিন দুর্ভোগের শিকার হচ্ছে জানিয়ে মাদ্রাসা শিক্ষক হাফিজুল ইসলাম বলেন, মসজিদে নামাজ হচ্ছে না ঠিকমতো। তার মাদ্রাসায় আড়াই মাস ধরে ছাত্ররা যাওয়া-আসা করতে পারছে না। পড়াশোনা বন্ধ। ঘেরের ভেড়ি দিয়ে আটকানো পানি জলাবদ্ধতার বড় কারণ বলে জানান তিনি।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাঠিয়া মাঠপাড়া এলাকার রুবিনা খাতুন বলেন, ‘ছেলেপেলে নিয়ে এই পানিতে কষ্ট হচ্ছে আমাদের। বাজার করতে পারছি না। রানবো বাড়বো কেমনে, চুলায় পানি। এই পানি প্রায় ছয় সাত মাস থাকবেই।’

গদাই বিল এলাকার মোহাম্মদ আলী বলেন, ‘এই যে দুর্ভোগ কী বলব! এই দুর্ভোগের ভেতরে আমরা পড়ে আছি। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। রোগ ছড়াচ্ছে। চুলকুনি তো এখনই শুরু হয়ে গেছে। সব বাড়ির ভিতরে পানি, বাথরুমে পানি।’

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে জানিয়ে সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, শুক্রবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত সাতক্ষীরায় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :