নতুন সিনেমায় আফরান নিশো, সঙ্গে কি তিশা?
জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর নাকি ‘সুড়ঙ্গ’বাস শেষ! আবারও তিনি ফিরছেন বড় পর্দায়। সোমবার এক বিজ্ঞাপনী সিনেমার শুটিং দিয়ে যেন উপবাসভঙ্গ হলো তার। শুটিংয়ে নিশোর সঙ্গে দেখা গেছে নুসরাত ইমরোজ তিশাকেও।
নিশোর আগামী সিনেমার যৌথ প্রযোজক আলফা আই এবং চরকি। খবরে সিলমোহর দিয়েছেন আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। তবে বড় পর্দায় নিশোর সঙ্গে তিশা থাকবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
২০২২ সালে নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ সারা বিশ্বে মুক্তি পেয়েছিল। দেশে সিনেমাটি যথেষ্ট সফল। জনপ্রিয়তা পেয়েছিল ওপার বাংলাতেও। নাটকে নানা চরিত্রে অভিনয় করা নিশো ‘সুড়ঙ্গ’তেও ভিন্ন ভাবে উপস্থাপিত হন। স্ত্রীর অর্থলোভ এক সাধারণ মানুষকে কীভাবে অপরাধী বানিয়ে দেয়, সেই গল্প দেখানো হয়।
এবার কি বিশুদ্ধ প্রেমের সিনেমায় অভিনয় করতে চলেছেন? আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার মাকিল বলেন, ‘এখনকার দর্শকের পছন্দ বদলে গেছে। তারা সিনেমাতে সমসাময়িক বিষয় দেখতে চান। সেই কথা মাথায় রেখে আমরা গল্প বেছেছি।’
খবর, সিনেমার চিত্রনাট্যের প্রথম ড্রাফট জমা পড়েছে। চলতি বছরেই শুটিং শুরু হবে। শেষ হবে চলতি বছরেই। সব ঠিক থাকলে আগামী বছরের প্রথম ভাগেই নিশো পৌঁছে যাবেন প্রেক্ষাগৃহে। বিশ্বের অন্যান্য দেশেও মুক্তি পাবে।
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এজে)