ঈদযাত্রা: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে জটের পর বৃষ্টির বাগড়া

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০৫ জুন ২০২৫, ১৬:২১| আপডেট : ০৫ জুন ২০২৫, ১৬:৩৯
অ- অ+

নাড়ির টানে ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন মানুষ। গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে মানুষ খোলা ট্রাক ও পিকআপভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন। এতে তীব্র যানজটের পাশাপাশি প্রচণ্ড রোদের পর মূষলধারে বৃষ্টিতে ভিজে গিয়ে অস্বস্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে মূষলধারে বৃষ্টি হয়।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচণ্ড রোদে ও গরমে ঘরমুখো মানুষ অতিষ্ঠ হয়ে উঠেন।

জানা গেছে, রাজধানীতে যানবাহনের কিছুটা সংকট দেখা দিয়েছে। এ কারণে ঘরমুখো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপভ্যানে গন্তব্যে যাচ্ছে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের পাশাপাশি প্রচণ্ড রোদের পর বৃষ্টিতে ভিজে গিয়ে অস্বস্তিতে পড়েছেন মানুষ। শরীরের কাপড়সহ অনেকের টাকা, মোবাইল ও মালামাল ভিজে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি।

এদিকে, অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। বর্তমানে মহাসড়কের রাবনা বাইপাস থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায়জুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। আবার কোথাও কোথাও থেমে থেমে চলছে গাড়ি।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৮৪৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্ম শরীফ জানান, ‘সড়কে গাড়ির ধীরগতি রয়েছে। তবে কোথাও থেমে নেই। এখনও গাড়ির চাপ রয়েছে।’

(ঢাকা টাইমস/০৫জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন
মির্জা ফখরুলের সঙ্গে নেজামে পার্টির বৈঠক
টাঙ্গাইলে জুলাই সমাবেশে যা বললেন জোনায়েদ সাকি
'সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি করলে সোজা পুলিশে দিন— এনসিপি নেতা সারজিস আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা