আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের উদ্বোধনী ম্যাচে কিংসের জয় 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৪, ২০:৫০
অ- অ+

'ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল'- এই স্লোগান সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে প্রথমবারের মতো 'আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে বোরহানউদ্দিন কিংস জয়লাভ করে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে টাইটানস্ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা- আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের ছেলে ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ। এ সময় তিনি খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাছিম কাজি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ, যুগ্ম আহ্বায়ক ফাইজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির পালোয়ান, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার, সদস্য সচিব আতিফ আসলাম সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বলেন, মাদকের ভয়াবহতা থেকে বোরহানউদ্দিন শহরের যুবসমাজকে দূরে রাখতে এবং দর্শকদের বিনোদন দিতেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টে চারটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো বোরহানউদ্দিন টাইগার্স, বোরহানউদ্দিন প্যানথারস, বোরহানউদ্দিন কিংস ও বোরহানউদ্দিন ওয়ারিয়র্স।

উদ্বোধনী খেলায় বোরহানউদ্দিন কিংস ০-২ গোলে বোরহানউদ্দিন প্যানথারসকে হারিয়ে শুভ সূচনা করে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফের
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা