এক বছরের সংঘাত শেষে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি, যা আছে চুক্তিতে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪০| আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৮
অ- অ+
ইসরায়েলের আদেশের কারণে বাস্তুচ্যুত লোকেরা ২৬ নভেম্বর লেবাননের বৈরুতে একটি রাস্তার পাশে বসে আছে

প্রায় এক বছর সংঘাত চলার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে।

লেবাননের স্থানীয় সময় বুধবার ভোর ৪টায় এই চুক্তি কার্যকর হয়। খবর আল জাজিরার।

এই যুদ্ধবিরতি লেবাননের শহর ও শহরগুলিতে ইসরায়েলি আক্রমণের স্থায়ী অবসান ঘটাবে এবং দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে এক বছরেরও বেশি সময় ধরে লড়াইয়ের স্থায়ী অবসান ঘটাবে।

যুক্তরাষ্ট্র ঘোষিত এই যুদ্ধবিরতিকে লেবানন এবং বিশ্ব নেতারা স্বাগত জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চুক্তি অনুযায়ী ৬০ দিনের মধ্যে ইসরায়েলি বাহিনী লেবানন থেকে প্রত্যাহার করা হবে। হিজবুল্লাহ যাতে বাহিনী পুনর্গঠন না করে তা নিশ্চিত করতে লেবাননের সেনাবাহিনী দেশের দক্ষিণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে।

যা জানা যাচ্ছে চুক্তি সম্পর্কে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বুধবার স্থানীয় সময় সকাল ৪টায় শুরু হওয়া যুদ্ধবিরতি প্রাথমিকভাবে ৬০ দিন স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।

বাইডেন আরও বলেন, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল আগামী ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে ‘ধীরে ধীরে’ তার সৈন্যদের প্রত্যাহার করবে এবং লেবাননের সেনাবাহিনী ও রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী দেশের দক্ষিণে অঞ্চলে মোতায়েন থাকবে।

হিজবুল্লাহকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলিউশন ১৭০১ অনুযায়ী দক্ষিণ লেবাননে তার উপস্থিতি শেষ করে লিতানি নদীর উত্তরে ফিরে যেতে হবে।

চুক্তির সম্পূর্ণরূপে বাস্তবায়িত নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স ইসরায়েল ও লেবাননের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেছ। অন্যান্য অনির্দিষ্ট মিত্ররাও সহায়তা করবে- বলেন বাইডেন।

জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী, ইউনিফিলও চুক্তি বাস্তবায়নে সহায়তা করবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলায় অন্তত ১১৩৯ জন নিহত হয়। ওই সময় বন্দি করা হয় ২০০ জনেরও বেশি। এরপর থেকে এ পর্যন্ত গাজাজুড়ে অব্যাহত হামলা চালিয়ে কমপক্ষে ৪৪ হাজার ২৪৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ পর্যন্ত আহত হয়েছে এক লাখ চার হাজার ৭৪৬ জন।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন হাজার ৮২৩ জন নিহত এবং ১৫ হাজার ৮৫৯ জন আহত হয়েছে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালোবাসার ঘ্রাণ’
শাহিনুল আলম বিএসএমএমইউ’র নতুন উপাচার্য
রোকেয়া ও মোস্তফা রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-ইনু-মেনন-পলকসহ ৯ জন
হিন্দু-মুসলমান এক সঙ্গে লড়াই করে দিল্লির দাসত্বকে খানখান করব: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা