সংযোগ নেই, তবু বিদ্যুৎ বিল ৩৮ হাজার টাকা

রেজাউল করিম, টাঙ্গাইল
  প্রকাশিত : ০৯ জুন ২০১৭, ১৮:২২| আপডেট : ০৯ জুন ২০১৭, ১৮:২৬
অ- অ+

বিদ্যুতের সংযোগ নেই, খুঁটির সঙ্গে তারের দেখা মেলেনি, কখনও সংযোগ ছিল না, বিদ্যুতের গ্রাহকও নন, তবুও মোস্তফা কামাল নামের এক ব্যক্তির নামে ৩৮ হাজার ৭১ টাকার বিল পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা পাটজাগ বাংলাবাজারে। ভুক্তভোগীর নাম মোস্তফা কামাল। তার ‘আলেয়া ফার্মেসি’র নামে এই বিলটি তৈরি করেছেন স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তারা। সংযোগ না থাকলেও ওই বিলে ০২২৮০৮ মিটার নম্বরের বর্তমানে ব্যবহৃত ইউনিট ৭৮২০ দেখানো হয়েছে।

পেশায় ওষুধ ব্যবসায়ী মোস্তফা কামাল ঢাকাটাইমসকে বলেন, ‘আমার দোকানে বিদ্যুতের কোনো সংযোগ নেই, কখনো ছিল না। তিন বছর আগে আমি সখীপুর বিদ্যুৎ কার্যালয়ে বিদ্যুতের সংযোগ চেয়ে ওই কার্যালয়ে আবেদন করেছিলাম। সংযোগ খরচের জন্য এ এলাকায় নিয়োজিত লাইনম্যান ফারুক হোসেন আমার কাছ থেকে ১০ হাজার টাকাও নিয়েছিল। সংযোগ না পেয়ে গত এক বছর আগে ওই কার্যালয়ে ঘুরাফেরা বন্ধ করে দিয়েছি ও ১০ হাজার টাকার মায়াও ছেড়েছি। হঠাৎ এ মাসে আমার নামে ৩৮ হাজার ৭১ টাকার বিল পেয়ে আশ্চর্য হলাম।’

মোস্তফা বলেন, ‘আমি মোমবাতি জ্বালিয়ে দোকান চালাই, আর সংযোগ ছাড়াই ৩৮ হাজার ৭১ টাকার বিদ্যুৎ বিল! এ কোন দেশে বাস করছি ?’।

ওই এলাকায় বিদ্যুতের বিল বিতরণকারী মাহবুব বলেন, প্রকৃতপক্ষেই মোস্তফার ওষুধের দোকানে বিদ্যুতের কোনো সংযোগ নেই। তবু অফিস থেকে পাঠানো বকেয়া বিলের কাগজটি মোস্তফার হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

মিটার রিডার দেলোয়ার হোসেন বলেন, ‘মাঠ পর্যায়ে বিদ্যুতের বিল বিতরণ ও মিটার দেখে ইউনিট সংগ্রহকারীদের গাফলতির কারণে হয়তো ওই ব্যক্তি সংযোগ পায়নি। যে কারণে এ ঘটনাটি ঘটেছে।’

জানতে চাইলে সখীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ ঢাকাটাইমস/০৯জুন/আরকে/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা