মানবাধিকার লঙ্ঘন: তুরস্কে জার্মানের অস্ত্র সরবরাহ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৮

তুরস্কে সব বড় ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে জার্মানি। তুরস্কের মানবাধিকার পরিস্থিতির মারাত্মক অবনতি এবং দেশ দুটির মধ্যে টানাপড়েনকে কেন্দ্র এ পদক্ষেপ নিয়েছে বার্লিন।

জার্মানের পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেন, ‘বড় বড় অস্ত্রের জন্য তুরস্ক যে আহ্বান জানিয়েছিল তা সরবরাহ করার বিষয়টি স্থগিত রাখা হয়েছে। এগুলোর সংখ্যা কম নয়।’ কথিত রাজনৈতিক অভিযাগে আরো এক জার্মান দম্পতিকে তুরস্কে আটক করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানোর পর অস্ত্র সরবরাহ বন্ধের পদক্ষেপ নেয়া হয়।

তিনি বলেন, ‘ন্যাটো অংশীদার হিসেবে বার্লিন সাধারণভাবে অস্ত্র পাঠানোর অনুরোধ মেনে নেয়। কিন্তু তুরস্কে বিরাজমান পরিস্থিতির কারণে এ ধরণের অনুরোধ স্থগিত রাখা হয়েছে।’

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :