মিঠুন নাম ভাঙাতে চান না ছোট ছেলে

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০১৯, ১৯:৫৭
অ- অ+

অভিনয় জগতে মিঠুন চক্রবর্তী নামটা একটা ব্র্যান্ড। যিনি একাধারে কাজ করেছেন বলিউড ও টলিউডে। দুই ইন্ডাস্ট্রিতেই পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। কিংবদন্তি এই অভিনেতাকে দেখা গেছে বাংলাদেশের ছবিতেও।

বলিউড ও টলিউড কাঁপিয়ে প্রবীণের খাতায় নাম লেখানো সেই অ্যাকশন হিরো বর্তমানে অভিনয় থেকে বেশ খানিকটা দূরে। রুপালি পর্দায় এখন আর তাকে দেখা যায় না। তবে মাঝে মাঝে দেখা মেলে বিভিন্ন রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে।

অভিনয় থেকে অঘোষিত ইস্তফা দেয়া মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তী এবার আসতে চলেছেন অভিনয় জগতে। তাও বলিউডের মতো বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

তবে এক্ষেত্রে বাবার নাম ভাঙাতে চান না নমশি। নিজেকে তিনি প্রতিষ্ঠিত করতে চান আপন প্রচেষ্টায়। সেই লক্ষে বিভিন্ন অডিশন দেয়া শুরু করেছেন নমশি। নিচ্ছেন অভিনয়ের প্রশিক্ষণও।

তার কথা, ‘একক প্রচেষ্টায় ক্যারিয়ার গড়তে চাই। আমি মিঠুন চক্রবর্তীর ছেলে, এই বিষয়টি আমার সাফল্যের পরে উচ্চারণ হোক।’

তবে বাবার জনপ্রিয়তাকে পুঁজি না করলেও তার আদর্শকে লালন করেই সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান নমশি।

মিটুনের বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর রুপালি পর্দায় অভিষেক হয়েছে কয়েক বছর আগে। বলিউডের পাশাপাশি কাজ করেছেন কলকাতার ছবিতেও। কিন্তু বাবার জনপ্রিয়তার ধারের কাছেও যেতে পারেননি তিনি। এবার ছোট ছেলে বাবার নাম রাখতে পারেন কিনা সেটা দেখার অপেক্ষা।

ঢাকাটাইমস/১৮মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডায়াবেটিস নিরাময় করে ভেষজ মহৌষধি আমলকি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৪- ভালোবাসা যেখানে থেমে থাকে না
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা