দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০১৯, ১২:৫৫
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে কলা গাছ কাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় মহিবুল ম-ল নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত ১টার দিকে ঢাকায় নেয়ার পথে মহিবুলের মৃত্যু হয়।

নিহত মহিবুল বালিরদিয়া গ্রামের জামাত ম-লের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের মামা মইনুল হক জানান, বিকালে কলাগাছ কাটা নিয়ে মরিচা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলমের বাড়িতে শালিশ চলাকালে প্রতিপক্ষ পল্টু ও তাহের গ্রুপের লোকজন মহিবুলের উপর হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত মহিবুলকে পরিবারের লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন মহিবুলের অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নেয়ার পরামর্শ দেয় চিকিৎসকরা। পরে ঢাকায় নেয়ার পথে বুধবার রাত ১টার দিকে মহিবুলের মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, প্রতিপক্ষের হামলায় নিহত মহিবুলের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করেছে। আসামিদের ধরতে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৯মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
পরীক্ষায় নকলের শাস্তি চার বছরের নিষেধাজ্ঞা: জাতীয় বিশ্ববিদ্যালয়
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, নিখোঁজদের সন্ধান চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা