নতুন জীবনসঙ্গীর অপেক্ষায় টিনা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৯, ১৫:৪৯| আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১০:৩৫
অ- অ+
টিভি অভিনেত্রী টিনা দত্ত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী টিনা দত্ত। ‘উত্তরণ’ নামে একটি সিরিয়াল থেকে তার উত্থান। কিছুদিন আগে বোম্বে^ টাইমসকে দেয়া একটি সাক্ষাৎকারে নিজের মনের কথা জানিয়েছিলেন টিনা। সেখানে অভিনেত্রী বলেন, পাঁচ বছর ধরে এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই যুবকের সঙ্গে ব্রেকআপের পর তিনি জনসমক্ষে যেতে চাইতেন না।

যদিও শেষ পর্যন্ত নিজের পরিস্থিতির কথা জানাবেন বলে ঠিক করেন টিনা। তিনি বোম্বে টাইমসের সাক্ষাৎকারে জানান, ওই যুবকের সঙ্গে ডেট চলাকালীন তাকে নানা ভাবে হেনস্থা করা হয়েছে। যে কারণে তিনি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। কিন্তু তাই বলে সম্পর্কের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেননি।

এবার সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে টিনা অকপট জানালেন, জীবনসঙ্গীর পথ চেয়ে তিনি। তবে ইন্ডাস্ট্রির কারও সঙ্গে সম্পর্কে জড়াতে চান না। কিন্তু কেমন মনের মানুষ চান টিনা? জানালেন, ‘আমার প্রতি আন্তরিক হতে হবে তাকে এবং মানুষকে সম্মান করতে জানতে হবে।’

একটা সময় টিনার উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছিল, তার জন্য খানিকটা নিজেকেও দায়ী করেন অভিনেত্রী। বলেন, ‘খুব কম বয়সে আমি প্রেমে পড়ি। ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। তাই মনে হতো অত্যাচার অশান্তি সহ্য করে নেব। কিন্তু পরে বুঝলাম এটা একেবারেই ঠিক হচ্ছে না।’

টিনা আরও বলেন, ‘কোনো পুরুষ যদি নারীর গায়ে হাত তোলে, তা হলে তিনি প্রকৃত পুরুষই নন। তা ছাড়া আমাকে অপমান করার কোনো অধিকার কারও নেই। ওই ঘটনার পর মানুষকে বিশ্বাস করতে ভয় করত, অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম।’

ঢাকাটাইমস/০১ অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসিনা চ্যাপ্টার ক্লোজড, আ.লীগ উইল নেভার কাম ব্যাক: হাসনাত
সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ
কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত  
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা