ইউটিউবে শাকিব-বুবলীর ‘তুমি আমার জীবন’

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৮| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩০
অ- অ+

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘বীর’। এই ছবিটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা কাজী হায়াত। এটি তার কেরিয়ারের ৫oতম ছবি। এ বছরের অন্যতম ছবিও ‘বীর’। কাজেই এটির মুক্তির প্রতীক্ষায় দিন গুণছেন শাকিব-বুবলীর ভক্তরা।

তার আগে মুক্তির প্রচারণার অংশ হিসেবে ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম রোমান্টিক গান ‘তুমি আমার জীবন’। বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এসকে ফিল্মস’-এর অফিশিয়াল চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

৪ মিনিট ১৭ সেকেন্ডের গানটিতে শাকিব ও বুবলী জুটিকে নানন্দিকভাবে উপস্থাপনা করা হয়েছে। গানটির কথা লিখেছেন দেশের অন্যতম সেরা গীতিকার কবির বকুল। সুর করেছেন আকাশ। গানটি গেয়েছেন এ প্রজন্মের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান ও কোনাল। গায়কীর সঙ্গে লোকেশনের বৈচিত্রেও ভিন্ন আমেজ তৈরি করেছে ‘তুমি আমার জীবন’।

এদিকে অভিনয়ের পাশাপাশি ‘বীর’ ছবির প্রযোজকও নায়ক শাকিব খান। এটি তার এসকে ফিল্মস থেকে বানানো তৃতীয় ছবি। গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় ‘বীর’। ছবিটি দেখে প্রশংসা করেন সেন্সর বোর্ডের কর্তারা। এবার দর্শকদের প্রশংসা পাওয়ার অপেক্ষা।

ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা