দক্ষিণ আফ্রিকার চুক্তি থেকে বাদ পড়লেন স্টেইন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ১২:৫৬

দক্ষিণ আফ্রিকার স্পিড স্টার ডেল স্টেইনের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বয়স বাড়ার সাথে সাথে অফ ফর্মের সাথে তো লড়তে হচ্ছেই, দফায় দফায় বেকায় ফেলছে বেরসিক চোটও। সবকিছুর প্রভাব পড়ছে আয়-উপার্জনেও। ক্রিকেট দক্ষিণ আফ্রিওকার কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ পড়েছেন এই তারকা ফাস্ট বোলার।

কিংবদন্তিতুল্য এই পেসারকে ছাড়াই নতুন কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তবে স্টেইন না থাকলেও চুক্তিতে আছেন ক’দিন আগে অধিনায়কত্ব ছাড়া আরেক পুরনো ও অভিজ্ঞ ক্রিকেটার ফাফ ডু প্লেসিস।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া দুই ক্রিকেটার হাশিম আমলা ও ভারনন ফিল্যান্ডার স্বভাবতই নেই চুক্তিতে। তবে বাদ পড়ার তকমা পেতে হয়েছে টিউনিস ডি ব্রুইনকে।

চুক্তিতে প্রথমবারের মত জায়গা পেয়েছেন ব্যুরান হেনড্রিকস। ১৬ সদস্যের চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায় তিনিই একমাত্র সদস্য যিনি প্রথমবারের মত বোর্ডের সাথে বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই পেলেন।

কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করলেও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অবশ্য থমকে আছে। করোনাভাইরাসের কারণে দেশটিতে ৬০ দিন সব ধরনের ক্রিকেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিএসএ। দলটির ভারত সিরিজ স্থগিত হয় সফরের মাঝপথেই। শঙ্কায় আছে দক্ষিণ আফ্রিকার আসন্ন সিরিজগুলোও।

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা: টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, ব্যুরান হেনড্রিকস, রেজা হেনড্রিকস, কেশব মহারাজ, অ্যাইডেন মারক্রমা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নর্টজে, অ্যান্ডিলে ফেসুকায়ো, যোয়াইনে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তারবাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন।

(ঢাকাটাইমস/২৫ মার্চ/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :