যশোরে শিশুকে নৃশংসভা‌বে হত্যা

য‌শোর প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২০, ১৫:৩৬| আপডেট : ১১ মে ২০২০, ১৫:৪১
অ- অ+

যশোরের চৌগাছায় সা‌কিব হো‌সেন (১০) না‌মে তৃতীয় শ্রেণির এক ছাত্র‌কে ডান চোখ উপড়ে নৃশংসভাবে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার স্বরূপপুর গ্রামে নানা খলিলুর রহমান মন্ডলের বাড়িতে থাক‌তো। সা‌কিব স্বরূপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। এ বিষয়ে চৌগাছা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হক নিহতের নানী ফাতেমা বেগমের উদ্ধৃতি দিয়ে বলেন, রবিবার মাগরিবের নামাজের পর থেকে সাকিবকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাননি।

সোমবার ভোর থেকে আবারো সাকিবের নানী ফাতেমা ও তার বোন রহিমা খুঁজতে খুঁজতে সকাল সাড়ে ৬টার দিকে স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি ক্যানালে (খাল) তার লাশ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে সোমবার সকালে চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হকের নেতৃত্বে এসআই বিপ্লব রায় ও এসআই ফিরোজ লাশটি উদ্ধার করেন। পুলিশ জানায় নৃশংসভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। তার ডান চোখটি উপড়ে ফেলা হয়েছে।

এনামুল হক বলেন, পুলিশ এ হত্যাকান্ডের মোটিভ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১১মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাম্য হত্যার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি জাবি ছাত্রদলের
ওয়াসার নতুন এমডি হলেন ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া 
সাতক্ষীরায় ৩৫ জন সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে  
চিকিৎসার জন্য স্ব-সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা