পথশিশুদের মাঝে ঈদবস্ত্র নিয়ে জায়েদ খান ফ্যান ক্লাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ১২:৩৯
অ- অ+

করোনা দুর্যোগের কারণে জীবন ও জীবিকা নিয়ে অসহায় দিন পার করছেন অসংখ্য মানুষ। এর মধ্যে ঈদ দরজায় উঁকি দিলেও নেই ঈদের আমেজ। তবে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অসহায় পথ শিশুদের পাশে দাঁড়িয়েছে চিত্রনায়ক জায়েদ খান ফ্যান ক্লাব।

গতকাল শুক্রবার এই সংঠনটি রাজধানীর গুলশানের নতুন বাজার, রাজপথ ভাটারায় বেশ কিছু পথ শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করেন৷ সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজের আয়োজনে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান উপস্থিত থেকে ঈদের নতুন পোশাক বিতরণ করেন।

এ সময়ে উপস্থিত ছিল চিত্রনায়ক মারুফ আকিব ও জয় চৌধুরী।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, গতকাল বিকালে আমার ফ্যান ক্লাব এর পক্ষ থেকে পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। এর চেয়ে বড় আনন্দ পৃথিবীতে আর কিছু নেই।

ছোটবেলায় এমন একটা নতুন জামার জন্য কত না কেঁদেছি। আজকে এমন কিছু বাচ্চাদের মধ্যে নতুন জামা-কাপড় তাদের হাতে তুলে দিয়েছি।

এই সব পথশিশুদের চোখে মুখে কত না আনন্দ দেখেছি। ওরা করোনা বুঝে না, মহামারি বুঝতে চায় না। ওরা একটা নতুন জামা পেলেই অনেক খুশি। ধন্যবাদ জানাচ্ছি জায়েদ খান ফ্যান ক্লাবের প্রতিটি সদস্যকে।'

ঢাকাটাইমস/২৩মে/এলএম/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা