নির্বাচনী সহিংসতায় কিশোর হত্যা মামলার আসামি কারাগারে

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০, ১৭:৫০

চাঁদপুরে পৌর নির্বাচনী সহিংসতায় কিশোর হত্যা মামলার আসামি মেহেদী হাসান ওরফে শাহেদ মিয়াজীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

এর আগে গত রবিবার রাতে ফরিদগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহেদ শহরের কোড়ালিয়া এলাকার বাসিন্দা।

এ বিষয়ে সোমবার বিকালে চাঁদপুর সদর মডেল থানায় সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।

তিনি জানান, জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমানের নির্দেশে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির একটি দল ঘটনার প্রায় ১৪ দিনপর মামলার প্রধান আসামি শাহেদকে ফরিদগঞ্জ থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আটক করে।

পরে আসামি শাহেদ চাঁদপুর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দেয়।

সম্মেলনে আরও ছিলেন- চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ, ইন্টেলিজেন্স মনির হোসেনসহ অন্যরা।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর শনিবার চাঁদপুর পৌরসভা নির্বাচনের দিন দুপুর ১২টায় গনি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে শহরের কোড়ালিয়ার মাস্টার মোল্লা বাড়ির বাসিন্দা হারুন মোল্লা কালুর ছেলে ইয়াছিন মোল্লাকে সিনিয়র-জুনিয়র দাবির জের ধরে ছুরিকাঘাত করে শাহেদ। তারা একই কাউন্সিলর প্রার্থীর দুই সমর্থক ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ইয়াছিনের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে শাহেদ পলাতক থাকে। পরে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে গত ১১ অক্টোবর চাঁদপুর মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :