সেরা তিন উদ্ভাবনী দলের নাম ঘোষণা করল বাংলালিংক

উদ্ভাবনী তরুণদের জন্য আয়োজিত ডিজিটাল পরিকল্পনার প্রতিযোগিতা বাংলালিংক ইনোভেটর্স-এর চতুর্থ আসরের গ্র্যান্ড ফিনাল আজ অনুষ্ঠিত হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত এই গ্র্যান্ড ফিনালেতে এবারের সেরা তিন দলের নাম ঘোষণা করা হয়।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন। এছাড়াও এই আয়োজনে যুক্ত ছিলেন ভিওন-এর গ্রুপ চিফ পিপল অফিসার এলেনা সুতিক, বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস, চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ, চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত এবং প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা।
প্রতিযোগিতাটিতে অংশগ্রহণের জন্য এবার প্রায় ১৬ হাজার তরুণ-তরুণী আবেদন করে। সুনিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে বাছাইকৃত প্রতিযোগীরা অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে গ্রুমিং, বুট ক্যাম্প সেশন, ওয়ার্কশপ ও আরও কিছু কার্যক্রমে অংশগ্রহণ করে দক্ষতা বৃদ্ধির সুযোগ পায়।
গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগীদের নিয়ে গঠিত মোট পাঁচটি দল তাদের পরিকল্পনা উপস্থাপন করে। উপস্থাপিত পরিকল্পনাগুলো মূল্যায়নের পর সেরা তিনটি দলের নামে ঘোষণা করে প্রতিযোগিতার বিচারকরা।
স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের উপর পরিকল্পনা দিয়ে প্রথম স্থান অর্জন করে টিম ডিকোড। প্রতিযোগিতার প্রথম রানার আপ টিম হোয়াইট কলার ক্রু ও দ্বিতীয় রানার আপ টিম ব্লিঙ্ক গেমিং প্ল্যাটফর্মের উপর তাদের পরিকল্পনা উপস্থাপন করে।
এই তিনটি দলের সদস্যরা পাবে “স্ট্র্যাটেজিক অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম”-এর “অ্যাসেসমেন্ট সেন্টার”-এ সরাসরি যোগদানের সুযোগ ও আকর্ষণীয় পুরস্কার।
এছাড়া সেরা পাঁচটি দলের সদস্যরা বাংলালিংক-এর “অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম (এআইপি)”-এ সরাসরি যোগদান করার পাশাপাশি “লার্ন ফ্রম স্টার্টআপস” ও “ক্যাম্পাস টু কর্পোরেট”-এ অংশগ্রহণ করতে পারবে।
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এজেড)
সংবাদটি শেয়ার করুন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

ফ্রিল্যান্সিংয়ে আলফাডাঙ্গার আশিকের সফলতা

ফটোগ্রাফারদের প্রথম পছন্দ অপো রেনো ৫

সাড়ে ৭ হাজার তরুণকে ফ্রি প্রশিক্ষণ দেবে বেসিস

হোন্ডা আনল কম দামে নতুন লিভো

হোয়াটসঅ্যাপের নতুন পলিসি ব্যবহারকারীদের উপর যে প্রভাব ফেলবে

অস্ট্রেলিয়ায় সার্চ ইঞ্জিন বন্ধ করার হুমকি গুগলের

প্রাইভেসি স্ট্রাটেজি কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড জিতল জেডটিই

ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে ভারতের মামলা

টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন যেভাবে
